নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখানে খোলা শোক বইতে বার্তা লেখেন।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান।
দূতাবাসে ব্রিফে ড. ইউনূস জিমি কার্টারের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং বোল্ডিনকে বলেন, তিনি জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের ভূমিকারও প্রশংসা করেন।
ড. ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।
অপরদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। গত ২৬ ডিসেম্বর ড. মনমোহন সিংয়ের মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে এই বই খোলা হয়।
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতির কথা স্মরণ করেন।
তিনি আরও বলেন, ভারতকে বৈশ্বিকভাবে অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।
গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।
খুলনা গেজেট/এনএম