খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রয়াত অভিনেতা ও সংবাদপাঠক দেবরাজ রায়

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

প্রয়াত অভিনেতা ও সংবাদ পাঠক দেবরাজ রায়। বয়স হয়েছিল ৭৩ বছর। মঞ্চ, পর্দা হয়ে দূরদর্শনে সংবাদ পাঠ — সব ক্ষেত্রেই আলাদা মাত্রা যোগ করেছিলেন তিনি। তাঁর স্ত্রী অনুরাধা রায়ও জনপ্রিয় অভিনেত্রী।কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন, “বাংলা ছবির জগতে বিশেষ নাম দেবরাজ রায়। অনেক খ্যাতনামী পরিচালকের ছবিতে অভিনয় করে প্রশংসিত। ওঁকে অনেকদিন ধরে চিনি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। ওঁর পরিবারের প্রত্যেককে আন্তরিক সমবেদনা জানাচ্ছি”।

উল্লেখ্য, দেবরাজ রায় ১৯৫০ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি সত্যজিৎ রায়ের প্তিদ্বন্দী” ছবিতে অভিনয় করার মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। বড় ও ছোট পর্দায় দেবরাজ রায়ের অভিনয় দর্শক ও শ্রোতাদের আকর্ষণ করতো। এছাড়া তিনি সংবাদ পাঠ ও আবৃত্তিতেও ছিলেন সমান দক্ষ। এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!