খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

প্রভু দয়াময়, তোমারই আরাধনায় সুখ খুঁজি

আবদুস সালাম খান পাঠান

পার্থিব সকল কাজে প্রভু দয়াময়, দাও মোরে ধৈর্য্য, শক্তি
সাহস অফুরান।
সৎ কাজে দাও বরকত, অসীম কল্যাণ।
তোমার অপার মহিমা ও কুদরত এ সৃষ্টি জগত।
ঈমানী জৌলুস, দ্বীনের তাকওয়া বুকেতে ছড়িয়ে দাও,
– দাও, কুরআন-হাদীসের পূর্ণ জ্ঞান ।
আল্লাহ্ রাসূল প্রেমে অন্তরে জ্বালো ইসলামের প্রদীপ
শিখা চাঁদের আলো। ক্ষমা করো আমার সকল গোনাহ, জাগাও
ইবাদতে – মনেতে আশার আলো।
তোমারই সকল নিয়ামতে, শুকরিয়া জানাতে আরাধনায়।
থাকি রত। নিয়ত দিবস রজনীতে দু’হাত তুলি মুনাজাতে থাকি অবনত ।

রাসূলের (সা:) আদর্শ পালনে, সদা খুঁজি শান্তি সুখ, দুনিয়াতে ।
তাওহীদের শিক্ষা জাগরুক মনেতে, রিসালাতের আনুগত্যে ।
অনেক আকুলতা ইবাদত বন্দেগীতে, শুধু মন চলে যায় ঐ যে,
– পবিত্র কা’বা আল্লাহ্ র ঘর মক্কা মুয়াজ্জমা, মসজিদুল হারাম, মসজিদে
নববীতে, সোনার মদীনা মুনাওয়ারাতে ।
শতো তওবা, শতো গোনাহর ক্ষমা চাওয়া হৃদয়ের কান্নাতে
হজ্জে সৌভাগ্য কা’বার তাওয়াফে। সাফা-মারওয়া সায়ীতে
অন্তরের সকল প্রার্থনা, দোয়াতে পুণ্যভূমি আরাফাতে
মোজদালিফা, মিনাতে । জীবনের সাফল্য কায়োমনে
প্রাণান্ত সালাতে। যাই সেথা মক্কা মরুতে কান্নার অশ্রুজলে বুক ভাসাতে ।
ইসলামী কৃষ্টি, সভ্যতা প্রেরণার উৎস, হৃদয়ে স্মৃতি সদা জাগ্রত
সর্বদা মদীনার মসজিতে কোবা, মসজিদে কেবলাতাঈন
নবীজির সুমহান কীর্তি, মহান ত্যাগের আদর্শ মহিমায়
– দীপ্তোজ্জ্বল প্রভাতে।

হে প্রভু দাও, প্রভূত মান -সন্মান সকল গোনাহর ক্ষমাগুনে পারলৌকিক কল্যান,
– দাও অফুরন্ত রহমত আখিরাতে।
আমার হাজারো সালাম ও দুরূদ প্রিয় নবীজির (সা:)
শান, পাক-রওজায় – এখানে রয়েছে দুনিয়ায় বেহেশতের
বাগান। নূরের আলোকে উদ্ভাসিত বিশ্ব-দুনিয়া জাহান।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!