খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসি গঠনে সার্চ কমিটি ১০ জনের নাম রাষ্ট্রপতি পালিয়েছে
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগী গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

প্রবৃদ্ধি অর্জনে প্রাইভেট সেক্টরে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ ড. মসিউরের

গেজেট ডেস্ক

শুধু পাবলিক সেক্টর নয়, প্রাইভেট সেক্টরের বিনিয়োগ ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

তিনি বলেন, ‘আমি মনে করি, পদ্মা সেতুর বাস্তবায়নের পর যে পদক্ষেপটি এখন নিতে হবে, তা হলো আরও বিনিয়োগের জন্য অর্থ জোগাড় করা। এই বিনিয়োগ প্রাইভেট সেক্টর থেকে আসা উচিত। এখানে পাবলিক সেক্টরের ভূমিকা রয়েছে। তা হলো অবকাঠামোগত সহায়তা দেয়া। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক প্রদান করা। যতক্ষণ পর্যন্ত প্রাইভেট সেক্টর এই সুযোগগুলো গ্রহণ করে বিনিয়োগ না করবে ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না।’

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘পদ্মা ব্রিজ অ্যান্ড অপরচুনিটিজ ফর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মসিউর বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি সন্তোষজনক না হলে রাজস্ব আয় বৃদ্ধিতে সীমাবদ্ধতা চলে আসে। অবকাঠামো উন্নয়নে সরকারের বিনিয়োগের সীমাবদ্ধতা চলে আসে। অর্থনীতির সমৃদ্ধি প্রাইভেট সেক্টরের প্রকৌশলে গড়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা অর্জন করতে হলে বিনিয়োগকারীদের হাতে মূলধন নিশ্চিত করতে হবে।’

মূলধন জোগাড় ও বিনিয়োগের উপায় উল্লেখ করে তিনি বলেন, ‘যারা সঞ্চয় করে তাদের কাছ থেকে মূলধন সংগ্রহ করা যায়। যাদের কাছে মূলধন আছে তাদের সবাইকে সেরা উদ্যোক্তা বা সম্পদ ব্যবস্থাপক হতে হবে এমন নয়। কিছু মধ্যস্থতাকারী থাকবে, যারা এই সম্পদ মজুত করবে। এটিকে উৎপাদনশীল কাজে ব্যবহার করতে পারবে। এটাই মধ্যস্থতাকারী এবং ফিন্যানশিয়াল মার্কেটের ভূমিকা।’

আর্থিক মধ্যস্থতাকারীদের দায়িত্ব পালনে ফিডুশিয়ারী (জিম্মাদার) রেসপনসিবিলিটি যথাযথভাবে পালন করার ওপর জোর দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, ‘ফিডুশিয়ারি রেসপনসিবিলিটির মানে হলো, অন্যের টাকা বিনিয়োগ করলে সেটার মুনাফা যেন তাদের প্রত্যাশা পূরণ করে।’

দেশের বন্ড মার্কেটকে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, ‘বন্ড মার্কেটের ওপরে আমাদের আলোচনা বলে দেয় অনেক রিসোর্সেস আছে এটাকে মবিলাইজ করার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেছি। এর অর্থ হলো অনেক মানুষ মিলে ছোট ছোট অঙ্কের অর্থ জোগান দেয়া। ক্ষুদ্রঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো স্বল্প মূলধন নিয়ে শুরু করে, কিন্তু ওই টাকা পুনরায় বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান বড় হয়ে উঠছে। এই টাকা ক্ষুদ্রঋণ কার্যক্রমের আরো সম্প্রসারণ করে। কিন্তু এসব অর্থ ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন, কৃষি ইত্যাদি খাতে বিনিয়োগ হয় না।’

ড. মসিউর রহমান বলেন, ‘এই ক্রাউড ফান্ড মবিলাইজ করার একটা বড় সুযোগ রয়েছে। এর মাধ্যমে ইনফরমাল সেক্টরকে ফরমাল সেক্টরে রূপান্তরিত করা যাবে। ফরমাল সেক্টর বিস্তৃত করা গেলে রেভিনিউ আদায় বেড়ে যাবে সরকারের। অর্থনীতিতে উইন উইন সিচুয়েশন তৈরি হবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!