খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ কর আইনজীবী সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল হুদার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এর আগে খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ ক্লাব চত্বরে আনা হয়। সেখানে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশারাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সভাপতি গৌরাঙ্গ নন্দী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সভাপতি এবং খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সেক্রেটারি মো. রকিবুল ইসলাম মতি, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ জাহিদুল ইসলাম, এস এম নূর হাসান জনি, এম এ হাসান, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, কাজী শামীম আহমেদ, জি, এম, মনিরুজ্জামান, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ আব্দুল হামিদ, শেখ শামসুদ্দীন দোহা, মোহাম্মদ মিলন, শেখ আল এহসান, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, শেখ লিয়াকত হোসেন, এজাজ আলী, প্রবীর কুমার বিশ্বাস, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ হেলাল মোল্লা, বেল্লাল হোসেন সজল, নাজমুল হক পাপ্পু, কামরুল হোসেন মনি, এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), আব্দুল্লাহ আল মামুন রুবেল, এস এম বাহাউদ্দিন, দীপংকর রায়, মোঃ সোহেল রানা, তুফান গাইন, শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় পুষ্পমাল্য অর্পণ করে শেষশ্রদ্ধা নিবেদন করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেউইজে), খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ), খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ), দৈনিক জন্মভূমি পরিবার, খুলনা কর আইনজীবী সমিতি, বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন খুলনা ডিভিশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা শাখার নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ টিএ