খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আর নেই

গে‌জেট ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ‘গরিবের আইনজীবী’ খ্যাত আব্দুল বাসেত মজুমদার মারা গেছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সোয়া ৮টার দিকে বাসেতের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার ছেলে সাঈদ আহমেদ রাজা।

তিনি জানান, দুপুরে সুপ্রিম কোর্টে জানাজা শেষে গ্রামের বাড়ি কুমিল্লাতে তার বাবার দাফন হবে।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ১ অক্টোবর বাসেত মজুমদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ আইন পেশায় ‘গরিবের আইনজীবী’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন বাসেত মজুমদার। অসহায় মানুষের পক্ষে বিনা ফিতেও আইনি লড়াইয়ে অংশ নিতেন তিনি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামের শানিচোঁ গ্রামে।

তার বাবা আব্দুল আজিজ মজুমদার ও মা জোলেখা বিবি। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন।

বাসেত মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার পেশাগত দায়িত্ব পালন করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করণে তার অসামান্য অবদান রয়েছে।

‘গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে তিনি আদালতকে সবসময় সহযোগিতা করেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। দরিদ্র মানুষের আইনজীবী হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। জাতি চিরকাল শ্রদ্ধাভরে তাকে স্মরণ রাখবে।’

বাসেত মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।

 

খুলনা গেজেট/ টি আই/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!