খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প
  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 
খুলনা শিপইয়ার্ড সড়কে বরাদ্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন আ’লীগ নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক

খুলনার মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও উন্নত করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিপইয়ার্ড  সড়কে অতিরিক্ত অর্থ বরাদ্দ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সংসদ সদস্য।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) গাফলতিতে দীর্ঘদিন যাবৎ ধীরগতিতে শিপইয়ার্ড বাইপাসের কাজ হয়নি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় তিনদফা অর্থ বরাদ্দ করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি খুলনার মানুষের প্রতি সহানুভূতিশীল ও আন্তরিক বলেই তৃতীয় বারের মত এই অর্থ বরাদ্দ দিয়েছেন। অথচ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সে বিষয়ে কোনও গুরুত্ব কাজ করছে না।

বিবৃতিদাতারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমডি, আকতারুজ্জামান বাবু এমপি, আব্দুস সালাম মুর্শিদী এমপি।

খুলনা গেজেট




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!