খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

প্রধানমন্ত্রী বরাবর চিতলমারী মউশিক সমিতির স্মারকলিপি

চিতলমারী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কাছে বাগেরহাটের চিতলমারীর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির (মউশিক) পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (০৫ জুন) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেসার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

নেতৃবৃন্দ জানান, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ও তার জনবল সমূহ শিক্ষক, কেয়ারটেকার রাজস্বখাতে স্থানান্তর ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারীর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক ফরাজী, কেয়ারটেকার মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফয়জুল হক, আলতাফ হুসাইন ও আব্দুল হামিদ প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!