খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু
শেখ জুয়েলের পক্ষ থেকে হাই ফ্লো মেশিন হস্তান্তর

প্রধানমন্ত্রী করোনা রোগীদের সেবা দিতে সফল হয়েছেন : মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘সাধারণ মানুষের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবদিক থেকেই কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে বিশ্ব যখন বিধ্বস্ত তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার সাথে দেশবাসির পাশে দাড়িয়েছেন। সারাবিশ্ব যখন স্বাস্থ্য সেবায় নাজেহাল তখন শেখ হাসিনা করোনা রোগীদের সেবা দিতে সফল হয়েছেন। যা বিশ্বে মডেল হয়ে দাড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ্ উদ্দিন জুয়েল যোগ্য উত্তরসুরী ও মানবিক মানুষ হিসেবে করোনায় আক্রান্ত রোগীদের জন্য তিনটি হাসপাতালে “হাই ফ্লো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর” দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘অনেক নেতা ক্যামেরা সর্বস্ব রাজনীতি করেন। ক্যামেরার সামনে বড় বড় কথা বলেন, অথচ বাস্তবে কাজ করার ক্ষেত্রে খুলনাকে ফাঁকি দিয়েছেন তারা। সারা বিশ্বের এই দুর্যোগের সময় সরকার এবং আওয়ামী লীগ যখন দুর্গত মানুষের পাশে তখন বিএনপি ছবি তুলেই তাদের দায় শেষ করেন।’

তিনি বলেন, ‘মানুষকে বিভ্রান্ত না করে দুর্গতদের পাশে গিয়ে দাড়ান।’

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেজন্যে আপনাদের কাছে খুলনার মানুষ কৃতজ্ঞ। তবে আপনাদের অধস্তনদের কাজের জবাবদিহিতার জায়গাটি আরোও একটু পরিস্কার করে মানুষে সেবায় এগিয়ে আসুন।’

বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডায়াবেটিকস হাসপাতাল ও সদর হাসপাতালে তিনটি “হাই ফ্লো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর” হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

এসময়ে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শামছুল আহসান মাসুম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সমন্বয়ক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, যুুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন সেখ সালাহ উদ্দিন জুয়েলের এপিএস ডা. সাঈদুর রহমান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!