যশোরের মণিরামপুরে প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সুবিধা বোর্ডের সচিব শরীফ আহম্মদ সাদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্বপ্নের ফেরিওয়ালা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের অভিভাবক। তার দেখানো স্বপ্ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বেসরকারী লক্ষ লক্ষ শিক্ষকের দুর্দশা-বিড়ম্বনা দূর করতে অবসর সুবিধা বোর্ড কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরদী এবং শিক্ষক বান্ধব। তিনি শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছেন। ইতিমধ্যে অবসর ভাতা প্রদানের জন্য সুবিধা বোর্ড কল্যাণ ফান্ডে ১৩শ’ ৫৭ কোটি টাকা দিয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মণিরামপুর উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা তালতলী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ড. মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মণিরামপুরের বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিজাউল করিম, খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিমাই পাল, কুয়াদা ফাজিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, কেশবপুর ডিগ্রী কলেজের গ্রন্থাগারিক আবুবক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে ইএফটি’র মাধ্যমে ৩৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে প্রায় ৫ কোটি টাকা বিতরণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই