জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীল দলের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দোয়া অনুষ্ঠানে মরহুমার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে গনমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীল দলের আহবায়ক, মাইক্রোবায়োলজি ও পাব্লিক হেলত বিভাগের সহকারী অধ্যাপক আশিক আলম ও সদস্য-সচিব, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান এ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তারা স্মৃতিচারণ করে উল্লেখ করেন, স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়। প্রধানমন্ত্রী, ১৯৮১ সালে দেশে ফেরার পর প্রয়াত শেখ রাজিয়া নাসের সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে শেখ হাসিনাকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ এমএম