প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিস্তারিত জানাতে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিটিটিসি। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ২৯ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। আসামিরা হলো— দীন ইসলাম ওরফে বাদল ও কবির হোসেন দেওয়ান।
জানা যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকাল ৫টার দিকে ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের নিউজ রুমের ইমেইলে ইংরেজিতে একটি মেইল আসে। সেখানে লেখা, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই সেই হামলা ঠেকানোর। পরে কাজ শুরু করে সিটিটিসি। মেইল পর্যালোচনা করে সিটিটিসি জানতে পারে, হুমকি বার্তা প্রদানকারীর তখনকার অবস্থান সৌদি আরব।
খুলনা গেজেট/কেডি