সময়টা দারুণ কাটছে ম্যানচেস্টার সিটির। আছে জয়ের রথে। সেটা আরো একটু বাড়িয়ে নিলো বুধবার রাতে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে তারা বরুশিয়া মনচেনগ্লাডবাককে হারিয়েছে ২-০ গোলে।
যা সব ধরনের প্রতিযোগিতায় পেপ গার্দিওলার শিষ্যদের টানা ১৯তম জয়। এমন জয়ে একটি গোল করেছেন সিটির বার্নার্ডো সিলভা। তার অ্যাসিস্টে অপর গোলটি করেছেন গ্যাব্রিয়েল জেসাস।
নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের ২৯ মিনিটে জোয়াও কানসালোর ক্রস থেকে দারুণ এক গোল করে সিটিকে এগিয়ে নেন বার্নার্ডো সিলভা। আর ৬৫ মিনিটে বার্নার্ডোর সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসাস।
অবশ্য এই ম্যাচটি মনচেনগ্লাডবাকের মাঠে হওয়ার কথা থাকলেও জার্মানিতে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় হয় হাঙ্গেরির বুদাপেস্টে। নিরপেক্ষ ভেন্যু থেকে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো সিটি।
ফিরতি লেগে অল্প ব্যবধানে হারলেও অ্যাওয়ে গোলের সুবিধায় শেষ আটে চলে যাবে স্কাই ব্লুজরা।
খুলনা গেজেট/কেএম