আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যদিও আসরটির আয়োজক ছিল বাংলাদেশ। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তৈরি হওয়া পরিস্থিতির জন্য তা সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দল ভালো করলে সেমিতে খেলাও সম্ভব বলে মনে করেন তিনি।
মঙ্গলবার দেশ ছাড়ার আগে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল, অবশ্যই…সেমিফাইনাল কে না খেলতে চায়।’
নিগার আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই। প্রথম ম্যাচ স্পেশাল… তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে।’
বিশ্বকাপে প্রথম ম্যাচ দিয়ে নিজের ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলবেন জ্যোতি। এ নিয়ে তার মন্তব্য, ‘প্রথম ম্যাচ স্পেশাল… তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন প্লেয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারব কি না। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।’
বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান বি গ্রুপে। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর গ্রুপ পর্বে বাংলাদেশকে আরো তিনটি ম্যাচ খেলতে হবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার,তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।
খুলনা গেজেট/এমএম