পঞ্চম দিনে শ্রীলঙ্কা পুরো দিনই ব্যাটিং করে ড্র করেছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। ড্র হবে চট্টগ্রাম টেস্ট- এই কথা টেস্ট শুরুর দিনেই শ্রীলঙ্কা বুঝেছিল বলে দাবি করেছেন লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা।
চট্টগ্রাম টেস্টের প্রথম চার দিনই চলে গেছে দুই দলের প্রথম ইনিংসে ব্যাটিং করতে। চতুর্থ দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুইটি উইকেট হারায় শ্রীলঙ্কা। পঞ্চম দিনের প্রথম ভাগে উইকেট হারালেও দ্বিতীয় ভাগে আর কোনো উইকেট না হারিয়ে ম্যাচ ড্র করে তারা। এই ড্র নিয়ে খুব সন্তুষ্ট দলটি।
ধনঞ্জয় বলেন, “আমরা প্রথম দিন থেকেই জানতাম যে এই টেস্ট ড্র হবে। এই টেস্টে বাংলাদেশের জেতার সামান্য সম্ভাবনা ছিল কিন্তু উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। এই ড্র করে আমরা খুব খুশি।”
ম্যাচসেরা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, “এই উইকেট ছিল ব্যাটিংসুলভ, তবে বাংলাদেশ আমাদেরকে অনেক পরীক্ষা নিয়েছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারা আমাদের কোনো সহজ সুযোগ দেয়নি। রান বের করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।”
তবে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। প্রথম ইনিংসে আরও বেশি রান করতে না পারার আফসোসে পুড়েছেন তিনি। সেই সাথে স্পিনারদের দোষারোপ করেছেন করুনারত্নে।
তিনি বলেন, “প্রথম ইনিংসে আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের আরও বেশি রান করা দরকার ছিল, কিন্তু আমরা পারিনি। তবে আমাদের দুই ফাস্ট বোলার ভালো করেছে। এই পিচে যা সহজ কাজ ছিল না। স্পিনাররা ভালো করলেও বেশি রান দিয়ে দেওয়ার জন্য দোষী। তারা অবশ্যই এই ম্যাচ থেকে শিক্ষা নিবে।”
করুনারত্নে আরও বলেন, “আপনি যদি ইতিবাচকভাবে খেলেন ও চেষ্টা করেন, তাহলে জিততে পারবেন। আমরা ভিন্ন কিছু চেষ্টা করে বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছিলাম এবং তারপর কৌশল পরিবর্তন করতে হয়েছিল। দুর্ভাগ্যবশত, শেষ দিনে আমরা বাংলাদেশকে চাপে ফেলতে পারিনি।”