প্রথম টি টোয়েন্টিতে ৬৬ রানে হারলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেয়া ২১১ রানের টার্গেটে সফরকারীরা ৮ উইকেটে তোলে ১৪৪ রান।
হ্যামিল্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই টাইগারদের স্পিন সামলাতে হয় স্বাগতিকদের। বল হাতে ইনিংস শুরু করেন অভিষিক্ত নাসুম আহমেদ। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে বোল্ড করেন এ বা হাতি স্পিনার। ৩৫ রান করা মার্টিন গাপটিলকে ফেরান নাসুম আহমেদ। তবে উইল ইয়ংকে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। শেখ মেহেদির শিকার হবার আগে ৫৩ রান করেন ইয়ং। তবে কনওয়ের অপরাজিত ৯২ রানে ভর করে ২১০ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করে বিদায় নেন ওপেনার লিটন দাস। ২১ রান করা নাঈমকে ফিরিয়েছেন ফার্গুসন। সৌম্য, মিথুন, মাহমুদউল্লাহ কেউ টিকতে পারেননি। এ ম্যাচে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামেরও। তবে ইনজুরির কারনে একাদশে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম।
খুলনা গেজেট/এনএম