বিশ্বকাপ ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউট হলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। নির্ধারিত সময়ে ব্যাটিং না করায় ম্যাথিউসকে টাইম আউট করে আম্পায়ার।
ম্যাচের ২৪তম ওভারে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বলে আউট হন লঙ্কান ব্যাটসম্যান সামারাবিক্রমা। তারপর ব্যাটিংয়ে নামার কথা অ্যাঞ্জেলো ম্যাথিউসের। প্রথমে তার হেলমেটে কিছুটা সমস্যা থাকায় ম্যাথিউসের নামতে কিছুটা দেরি হয়। এরপর যে হেলমেট নিয়ে নেমেছিলেন তিনি, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি লঙ্কান এই অলরাউন্ডার।
এরপর সময় ক্ষেপণের কারণে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার আউট ঘোষণা করেন ম্যাথিউসকে।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’
যার ফলে কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন তিনি।
প্রথমে আউট হওয়ার কারণ বাংলাদেশ অধিনায়ক সাকিবের কাছে জানতে চান ম্যাথিউস। এরপর যান আম্পায়ারের কাছে। যখন আম্পায়ারের সিদ্ধান্ত নিশ্চিত হয়, তখন ক্ষোভ নিয়ে মাঠ ছাড়েন তিনি। প্যাভিলিয়নে যাওয়ার সময়ও তিনি আম্পায়ারের সিদ্ধান্তে বেশ বিরক্ত বোধ করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩১ ওভার শেষে ৫ উইকেটে ১৬৯ রান। ব্যাটিংয়ে ৫২ রানে অপরাজিত রয়েছেন আসালাঙ্কা এবং ৯ রানে অপরাজিত রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
খুলনা গেজেট/এমএম