রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরদিন বুধবার (১৬ মার্চ) প্রথম কার্যদিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে দুটি পৃথক বার্তায় এসব তথ্য জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়, পরিচয়পত্র পেশ করার পর প্রথম কার্যদিবসে বুধবার জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত হাস। তিনি সেখানে গিয়ে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদগণ তাদের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আর সেটা বাংলাদেশি ও আমেরিকানদের প্রিয় মতাদর্শ।
আরেক পৃথক বার্তায় দূতাবাস লিখেছে, রাষ্ট্রদূত হাসকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটবৃক্ষ পরিদর্শনের পরামর্শ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সিনেটর এডওয়ার্ড এম কেনেডি ১৯৭২ সালে বাংলাদেশ সফরের সময় গাছটি রোপণ করেন। গাছটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বের এক স্থায়ী প্রতীক। আমাদের দু’দেশের মধ্যে জোরদার বন্ধুত্বের সম্মানে রাষ্ট্রদূত হাস এটি পরিদর্শন করেছেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত ১ মার্চ ঢাকায় আসেন নতুন মার্কিন রাষ্ট্রদূত হাস। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হন হাস।