বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২ রান। উইকেটে আছেন ইশমা তানজিম ও শারমিন আক্তার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফারজানা হককে হারিয়েছে টাইগ্রেসরা। অভিজ্ঞ এই ওপেনার শুরুতেই সাজঘরে ফেরায় বিপদে দল।
ইনিংসের তৃতীয় বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন পেন্ডারগেস্ট। সেখানে এগিয়ে গিয়ে ৩০ গজ বৃত্তের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ফারজানা। তবে টাইমিং হয়নি। এজ হয়ে বল চলে যায় উইকেটকিপার হান্টারের হাতে। তাতে ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার।
এর আগে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার রাবেয়া।
খুলনা গেজেট/এএজে