মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলতি সপ্তাহে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর বৈঠক হবে।
বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি রয়েছে মোদির। সব ঠিক থাকলে তখনই প্রথমবার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা।
চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন এই প্রথম মোদির সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন। এর আগে একাধিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন তারা।
চলতি বছরের মার্চে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনেও বাইডেন-মোদির বৈঠক হয়েছে।
বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা সফর করছেন মোদি। ২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাইডেন-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে আফগানিস্তান নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া, বিশ্ব জুড়ে কোভিড মোকাবিলা বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতি বজায় রাখার বিষয়ও আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে।
‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। বাইডেন-মোদি ছাড়াও বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার উপস্থিত থাকার কথা রয়েছে।
খুলনা গেজেট/ টি আই