সিগারেটের প্রত্যেক প্যাকেটেই সতর্কবার্তা থাকে কিন্তু এবার সিগারেটের প্রতিটি শলাকার গায়েই সাবধানবাণী জুড়ে দিয়েছে কানাডার সরকার। ধূমপানের বিষয়ে সচেনতা বাড়াতে বিশ্বে প্রথম এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলো। গতকাল মঙ্গলবার থেকে এই নিয়ম চালু করেছে দেশটির সরকার। খবর বিবিসির।
এই নিয়মের আওতায় প্রতিটি শলাকার গায়ে ‘ধূমপান পুরুষত্বহীনতার কারণ’, ‘ধূমপানে ক্যানসার হয়’, ‘প্রতি টানে বিষ’ এমন সব সাবধানবাণী লেখা থাকবে।
২০৩৫ সালের মধ্যে তামাকের ব্যবহার ৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যে কানাডার সরকার এই পদক্ষেপ নিচ্ছে।
এর আগে ২০০০ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে কানাডা সিগারেটের প্যাকেটের গায়ে স্বাস্থ্যসংক্রান্ত সতর্কবার্তা যুক্ত করার নিয়ম চালু করে। পরে বিভিন্ন দেশে এই নিয়ম চালু হয়।
খুলনা গেজেট/এনএম