খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

 প্রতিপক্ষের হয়ে জমি দখলে নিতে ভ্যান চালককে মারধর, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট 

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের হয়ে জমি দখলে নিতে কবির হোসেন নামের এক ভ্যান চালককে মারধর করেছেন সন্নাসী পুলিশ ফারির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে ওই ভ্যান চালকের বাড়িতে গিয়ে সাদা পোশাকে লাঠি দিয়ে বেধরক মারধর করেন এই পুলিশ কর্মকর্তা। মারধরের ভিডিওটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ওই পুলিশ কর্মকর্তার মারধরে ভ্যান চালক কবির শেখ (৪৫), তার স্ত্রী শিউলি বেগম (৪২) এবং শ্যালক রাজু শেখ (৩০) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ভ্যান চালক কবির শেখ বলেন, স্থানীয় খলিল আকনের সাথে জমিজমা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে খীলল আকন আমার বাড়ির জমি দখলের চেষ্টা করে আসছিল। আজকে (মঙ্গলবার) দুপুরে হঠাৎ করে সন্নাসী পুলিশ ফারির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস আমার বাড়িতে আসেন। জমি থেকে ঘর সরিয়ে নেওয়ার জন্য চাপ দেন। জমির মালিক আমি, রেকর্ড, পর্চা, দলিল ও দাখিলা সব রয়েছে। আমি কেন জমি ছাড়ব। এরপরই লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এতে আমরা তিন জন আহত হয়েছি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সাদা টিশার্ট পড়া ওই পুলিশ কর্মকর্তা লাঠি দিয়ে বেধরক মারপিট করছেন। আর এক নারী চিৎকার করছে।

তবে এ বিষয়ে প্রতিপক্ষ খলিল আকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান বলেন, বিভাগীয় ব্যবস্থা হিসেবে ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!