ভারতের সাবেক রাষ্ট্রপতি ও উপমহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসানে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার এক শোকবার্তায় বিএনপির পক্ষ থেকে বলা হয়, ‘প্রায় এক পক্ষকাল করোনাসহ অন্যান্য জটিল রোগে মৃত্যুর সঙ্গে লড়াই করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পরলোকগমন করেছেন। পৃথিবী থেকে তাঁর এই বিদায় গভীর দুঃখ ও বেদনার। তাঁর মৃত্যুতে ভারতবাসীর ন্যায় বাংলাদেশের জনগণ ও বিএনপি সমব্যথী।‘
শোকবার্তায় আরো বলা হয়, ‘প্রয়াত প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশকে প্রীতি ও শুভেচ্ছার দৃষ্টিতে দেখতেন। তিনি ছিলেন উপমহাদেশের একজন বর্ষীয়ান, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। নিরন্তর প্রচেষ্টা, কর্মময়তা ও সাফল্যের সমাহারে গড়ে উঠেছিল তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লোকান্তরিত প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর পরিবার-পরিজন, গুণগ্রাহী ও ভারতবাসীর প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা।‘
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (৮৪) সোমবার বিকেলে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে মারা যান।
খুলনা গেজেট/এআইএন