দ্বীপাঞ্চলে জীবন সংগ্রামে কাটে দিন, ক্লান্তিহীন শ্রমে
ঘূর্ণির ঝড়ো হাওয়ায় দুর্যোগে ছুটে চলে সবে, আশ্রয় কেন্দ্রে,
যখন, সাগর উত্তাল, জোয়ার ভাটা নোনা জলে।
অনেক শঙ্কা প্রকৃতির বিরান জনপদে।
পাহাড়ী গাছপালা না যায় দেখা, মরু সাহারা ধুলিঝড়ে,
মৌসুমী ঝড়ে, কর্মের গতি ও বাসনা ডানা মেলে,
‘বরফখন্ড শিলা-হিমালয় চূড়ায় অতি সুন্দর কাঞ্চনজঙ্ঘায়
শীত সকালে।’
সময় পেরিয়ে যায়, অতীত স্মৃতি কখনো মুছে না যায়
চৈত্রের খর উত্তাপে; ঋতুবৈচিত্র্যে সবুজ পাতা লাল হয়ে, ঝরে যায়
শুকনো পাতায় জীবনের সুখ দুঃখ গড়ায়।
ভাওয়াল গজারী, শালবন সবুজে পত্রগুল্মে
নৈসর্গিক সৌন্দর্য বাড়ায়। মাটির ফাটলে
জীবন-সৌন্দর্যে, ফসলী মাঠ অঝোরে কান্না ঝরায়।
ভূমি ধ্বসে, ভূমিকম্পে হারিয়ে যাওয়া ভোগ-
বিলাসের জীবন, কভু, অরণ্য রোদনে বুকের অনল
অশ্রুতে ভরে আঁখিজল, আর্তনাদে হৃদয় বিহ্বলে।
মনের বাসনা, অক্লান্ত সাধনায় খোদা ভীতি
জীবন গৌরবে, সুখেতে, বুকের বল। সকল পরীক্ষা
– এ পৃথ্বিতল, জীবন সংগ্রামে সচল।
লেখক: Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh