খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

প্রকৃতির সদয়ে মাঠে গড়াল খেলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকৃতির বিরূপ আচরণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা শুরুর প্রস্তুতি নিয়েও অপেক্ষায় থাকতে হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও পিচ ঢেকে ফেলা হয়। ১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ।

বেলা ১১টার দিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ১১:২০ মিনিটে খেলা মাঠে গড়াবে। খেলা হবে ৭৮ ওভার। কিন্তু সময় পেরিয়ে গেলেও খেলা শুরু হয়নি। নুতন ঘোষণা অনুযায়ী, প্রকৃতির বিরূপ আচরণে মধ্যাহ্ণ বিরতি এগিয়ে আনা হয়েছে ১১:৩০ মিনিট থেকে ১২:১০ মিনিট পর্যন্ত। এরপর নতুন ঘোষণা আসে ১২:৫০ মিনিটে খেলা শুরু হবে। পিচ কাভার সরানো হয়। ক্রিকেটাররাও মাঠে ঢুকে গা গরম করেন।

ঢাকা টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছে আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে। আজ রবিবার দ্বিতীয় দিন তো খেলা শুরুই করা যায়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাড়ে ৯টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু ৯টা থেকেই মিরপুরে শুরু হয় ইলশেগুঁড়ি বৃষ্টি। গতকাল শনিবার আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই ঢাকা টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান।

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। অজহার আলী অপরাজিত আছেন ১১২ বলে ৩৬* রানে। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অধিনায়ক বাবর আজম ৯৯ বলে ৬০* রানে অপরাজিত। প্রথম দিনের দুটি উইকেটই শিকার করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। এই বৃষ্টির মাঝেও আজ গ্যালারিতে ক্রিকেটপাগল দর্শকরা এসে বসে আছেন। গ্যালারিতে উড়ছে বাংলাদেশের পতাকা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!