আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকও পাশে ছিলেন।
৫ই আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ কোথায় আছেন এ নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন প্রকাশ্যে তাকে লন্ডনে দেখা গেছে।
এর আগেও অনেক নেতাকে লন্ডনে দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার ,আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা সহ অনেক জেলা পর্যায়ের নেতাদের । এদের বেশির ভাগই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
খুলনা গেজেট/এএজে