প্যারাসুট দিয়ে উড়তে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের গুজরাটে প্যারাসুট দিয়ে প্রায় ৫০ মিটার উচ্চতা থেকে পড়ে একজন দক্ষিণ কোরিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার আগে হিমাচল প্রদেশের কুল্লা জেলায় আরেক পর্যটকের মৃত্যু হয়। নিউজ এজেন্সি পিটিআইের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার নাগরিক প্যারাসুট দিয়ে ৫০ মিটার নিচে পড়ে যান। মূলত প্যারাসুট দিয়ে মাটিতে নামার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এতেই এই দুর্ঘটনা ঘটে।
একই প্রক্রিয়ায় আরও একজনের মৃত্যু হয়েছে। সুরুজ আকুমিন সাহা (৩০) নামে ওই ব্যক্তি প্যারাসুট দিয়ে উড়তে গিয়ে প্রায় ১০০ ফুট থেকে পড়ে তার মৃত্যু হয়।
প্যারাসুট ছিঁড়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার নাগরিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। চিকিৎসক জানান, প্যারাসুট ছিঁড়ে যাওয়ার পর তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
ভারতের মহারাষ্ট্রে প্রায় এ ধরনের ঘটনা ঘটার কারণে চলতি বছরের জানুয়ারিতে দেশটির হাইকোর্ট প্যারাসুট নিয়ে বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নির্দেশনা মানা হচ্ছে না।
খুলনা গেজেট/ এসজেড