খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

প্যানা ফেস্টুনে বন্দি ‘বীর বাঙালি’

তানভীর আহমেদ

সামনে অস্ত্র হাতে তিন মুক্তিযোদ্ধা, তাদের পেছনে উড়ছে স্বাধীন বাংলার পতাকা। ভাস্কর্যটির নাম’বীর বাঙালি’ । নাম শুনেই বোঝা যায় এই ভাস্কর্যের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধের ইতিহাস।

নতুন প্রজন্ম এবং সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরতে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে ‘বীর বাঙালি’ নামের ভাস্কর্যটি স্থাপন করেছে খুলনা সিটি করপেরেশন কেসিসি)।কিন্তু প্যানা ফেস্টুনের আগ্রাসনে ঢাকা পড়ে গেছে ‘বীর বাঙালি’। ব্যানার- পোস্টার বিলবোর্ডে চাপা পড়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি ও গৌরব বহনকারী এই ভাস্কর্য।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ মোড়ের শোভাবর্ধনে নির্মিত ভাস্কর্যগুলো এখন মানুষের চোঁখে পড়াই কঠিন। ভাস্কর্যগুলোর দিকে তাকালেই চোখে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের ও নেতাকর্মীদের ব্যানার পোস্টার। পোস্টারের ভিড়ে ভাস্কর্যটি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাড়িয়েছে।

সরজমিন দেখা গেছে, নতুন রাস্তা মোড়ের পুরো ভাস্কর্যটাই ঘিরে ফেলা হয়েছে ব্যানার পোস্টারে। বেশিরভাগ ব্যানার পোস্টারই রাজনৈতিক দলের নেতাকর্মীদের। ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে লাগানো গাছগুলোও পড়ে আছে অযত্ন অবহেলায়। ধুলা, ময়লা ও ঘাসের মধ্যে হারিয়ে গেছে আসল সৌন্দর্য। পানির ফোয়ারাটি বন্ধ দীর্ঘদিন ধরে। সেখানে বৃষ্টির পানি জমে আবাস্থল গড়েছে এডিস মশা।

স্থানীয়রা জানান, সারাবছরই এখানে রাজনৈতিক ব্যক্তিদের পোস্টার লাগানো থাকে। কখনো কখনো যদি পোস্টার সরিয়ে ফেলে, রাতে আবার পোস্টার দিয়ে ঢেকে দেয়া হয়। এছাড়াও কিছু কেচিং সেন্টার ভাস্কর্যে ব্যানার পোস্টার লাগিয়ে তাদের বিজ্ঞাপন প্রচার করছে।

নতুন রাস্তা এলাকার বাসিন্দা প্রাপ্তি বলেন, পোস্টারের ব্যবহারের একটা মাত্রা আছে। রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের প্রচারণার জন্য শহরের সৌন্দর্য নষ্ট করতে পারেন না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

নাহিদ নামের এক পথচারী বলেন, নেতারা ভাস্কর্যটির বারোটা বাজিয়ে নিজেদের প্রচারের কাজে ব্যবহার করছে। জনপ্রতিনিধিদের এই ধরনের কর্মকাণ্ডে আমরা হতবাক। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত ভাস্কর্য থেকে পোস্টার-ফেস্টুন অপসারণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নিতে হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এমন অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও কেসিসি কর্তৃপক্ষ পোস্টার অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি।

জানতে চাওয়া হলে কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার বলেন, রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুনের কারণে নগরীর সৌন্দর্যহানি হচ্ছে। প্রায়ই এসবের বিরুদ্ধে অভিযান চালানো হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে আবার ফেস্টুন লাগানো হয়। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!