পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে বুধবার এক নারী শ্রমিক নিহত হন। গতকাল সকালে কোনাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন ওই নারী। পরে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এমন বাস্তবতায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বৃহস্পতিবার এক বার্তায় বলেন, ‘পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।’
এর আগে বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিন বুধবার ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুনসহ দেশজুড়ে বিজিবি মোতায়েনের কথা জানিয়েছিলেন এ কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম