খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

পোকার পেটে গেওয়া গাছের পাতা, ছড়িয়ে পড়ছে আঙিনায়

তরিকুল ইসলাম

খুলনার কয়রা উপজেলার বি‌ভিন্ন এলাকার গেওয়া গা‌ছে ব‌্যাপক পোকার আক্রম‌ণ ঘ‌টে‌ছে। পোকায় প্রতি‌দিন শত শত গেওয়া গা‌ছের পাতা খে‌য়ে ফেল‌ছে। রাস্তা দি‌য়ে চলাচ‌লের সময় গাছের পোকা মানু‌ষের শরী‌রে লে‌গে যা‌চ্ছে। এছাড়া বা‌ড়ির আঙ্গিনায় এমন‌কি ঘ‌রের ম‌ধ্যেও ঢুক‌ছে শত শত পোক‌া। আক্রমণ থে‌কে রক্ষা পে‌তে গেওয়া গাছ কে‌টে ফেলার হি‌ড়িক প‌ড়ে‌ছে। পোকার উৎপা‌তে এক‌দি‌কে ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে প‌রিবেশ বান্ধব গাছ, অপর‌দি‌কে অ‌তিষ্ঠ হ‌য়ে উঠে‌ছে জনজীবন।

শুক্রবার উপ‌জেলার দেয়াড়া গ্রা‌মে যে‌য়ে দেখা যায়, শাকবা‌ড়িয়া খা‌লের দুই পাড় দি‌য়ে ক‌য়েক হাজার গেওয়া গাছ র‌য়েছে। প্রায় সকল গেওয়া গা‌ছে পোকার আক্রমণ ঘ‌টে‌ছে। কিছু কিছু গা‌ছের সম্পূর্ণ পাতা খে‌য়ে ফে‌লে‌ছে। পাতা না থাকায় গাছ মরে যা‌চ্ছে। হাজার হাজার পোকা গা‌ছে ঝু‌লে থাকায় দুই পা‌ড়ের রাস্তা দি‌য়ে মানুষ চলাচলে সময় শরী‌রে লে‌গে যা‌চ্ছে। পোকার ভ‌য়ে অ‌নে‌কে বাইরে বের হচ্ছে না। রাস্তার পা‌শে কিংবা বা‌ড়ির আঙ্গিনা‌র গেওয়া গাছ নি‌র্বিকা‌রে কে‌টে ফেল‌ছে। কেউ কেউ আবার আগুন জ্বা‌লি‌য়ে পোকা ও গাছ পু‌ড়ি‌য়ে দি‌চ্ছি। এক একটা গা‌ছে শত শত জো‌কের মত দেখ‌তে কা‌লো চিকন পোকা ঝুল‌ছে।

জানা যায়, পোকায় আক্রা‌ন্তের খবর পেয়ে কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্ত‌রের ক‌য়েক‌টি টিম শুক্রবার (১২ জুলাই) বি‌ভিন্ন এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছে।

স্থানীয় দেয়াড়া গ্রামের মোঃ মুজাহিদ মালি, মোঃ মোস্তাফিজুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, হঠাৎ করে এক ধরনের কালো রঙের পোকা হঠাৎ করে গাছে লাগে। একদিনের মধ্যেই পোকায় গাছের পাতাগুলো খেয়ে সাদা করে ফেলছে এবং গাছগুলো শুকায়ে মারা যাচ্ছে। তারা আরও জানান, প্রতি‌দিন পোকার আকৃ‌তি বড় হ‌চ্ছে ও সংখ‌্যা ক‌য়েকগুণ বৃ‌দ্ধি পা‌চ্ছে। তা‌দের ঘ‌রের ম‌ধ্যেও শত শত পোকা ঢুক‌ছে। খুব সমস‌্যায় র‌য়ে‌ছে তারা। বি‌শেষ ক‌রে শিশু‌দের নি‌য়ে আতং‌কে র‌য়ে‌ছে।

কয়রা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন,এটি সেমিলুপার জাতীয় পোকা। বিষয়টি কৃষি বিভাগ অবগত হওয়ার প‌রে তাৎক্ষ‌ণিক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারের নেতৃত্বে একা‌ধিক টিম বি‌ভিন্ন এলাকা পরিদর্শন করেছে । স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। এটি সামাজিক বনায়নের আওতাধীন গেওয়া বনজ বৃক্ষে দেখা যাচ্ছে। এটি ফসলের জন্য ক্ষতিকর নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় জনগণকে সচেতন করে স্প্রে করার ব‌্যবস্থা নিচ্ছে।

ত‌বে কয়রা উপ‌জেলার সামা‌জিক বনায়‌নের দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর দত্ত ব‌লেন, পাইকগাছা ও কয়রা দুই উপ‌জেলার দা‌য়িত্ব পালন কর‌ছি। আমা‌দের জনবল নেই। আগামীকাল স‌রেজ‌মিন দে‌খে তারপ‌রে করনীয় বল‌তে পার‌বো।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বিষয়টি আমি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!