পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ, কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশন।
রবিবার(১৯ জুন ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েট অফিসার্স এসোসিয়েশনে সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, লাইব্রেরীয়ান মোঃ আক্কাস উদ্দিন পাঠান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তৈয়েবুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ এবিএম মামুনুর রশিদ।
এসময় বক্তারা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চলমান সংকটগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমাধান হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রায়হানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রুবেল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী আবীর, আইন বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ট্রেজারার শাহ্ মোঃ শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট-এস আই