খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত
তুমুল বিক্ষোভের মুখে

পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তুমুল বিক্ষোভের মুখে অবশেষে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো পদত্যাগ করেছেন।

দেশটির রাজধানী লিমাসহ প্রধান শহরগুলোতে গত কয়েক দিন ধরে এ বিক্ষোভ চলছিল। এতে দুজন নিহত ও অর্ধশত আন্দোলনকারী আহত হন।  খবর আলজাজিরার।

বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনোর পদত্যাগ দাবি করে বর্তমান কংগ্রেস ভেঙে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন।

এ বিক্ষোভ দেশটির দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। প্রেসিডেন্ট ভিজকারাকে ঘুষগ্রহণের অভিযোগে অভিশংসন করা হয়। এর পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যানুয়েল মেরিনো। কিন্তু সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।

পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার পদত্যাগের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত দুজন নিহত ও অর্ধশত বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে রোববারও টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীরাও পাথর ছুড়ে তার জবাব দেয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!