খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

পেঁয়াজের বাজার আবার গরম, সপ্তাহে বেড়েছে ১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজ আবার ৪৫ টাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম একলাফে কেজিতে বেড়েছে ১৭ টাকা। নিত্যপ্রয়োজনীয় এ দ্রব্যেও ফের মূল্য বৃদ্ধি ভাবিয়ে তুলেছে মধ্য ও নি¤œ আয়ের মানুষকে। ব্যবসায়ীরা বলছেন, নতুন রাখি/ভাতি পেঁয়াজ বাজারে আসলে দাম কমার সম্ভাবনা আছে।

রবিবার (৭ মার্চ) খুলনা বড় বাজারের কয়েকটি পাইকারি আড়ত ঘুরে জানা গেছে, একসপ্তাহ পূর্বে তারা যে পেঁয়াজ ২৮ টাকা দরে বিক্রি করেছেন, বর্তমানে তা ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বড়বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের আমদানি কম থাকায় মূল্য বেড়ে গেছে। বাজারে কালিকাটা পেঁয়াজের মৌসুম প্রায় শেষ। সামনে রয়েছে রাখি ( ভাতি ) পেয়াজের মৌসুম। এটা বাজরে আসলে দাম কমে যাবে।

আব্দুল্লাহ ভান্ডারের মালিক জানান, তার আড়তে ব্যাপারিরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে পেঁয়াজ এনে বিক্রি করেন। সেখানকার মোকামগুলো পেঁয়াজের সংকট দেখা দিয়েছে, ফলে বাজার হঠাৎ উর্ধ্বমূখি। তিনি আরো জানান, এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে। বাজার আর বেশী উঠবে না বলে তিনি জানিয়েছেন।

ট্রাক টার্মিনাল পাইকারি বাজারের একজন আড়ৎদার জানান, ঢাকা ও চট্টগামে বর্তমানে পেঁয়াজের চাহিদা ব্যাপক আকারে বেড়েছে। খুলনায় পেঁয়াজ না দিয়ে ব্যাপারিরা সেদিকে পাঠিয়ে দিচ্ছে। খুলনায় প্রতিদিন ৬ ট্রাক পেঁয়াজের প্রয়োজন হলেও আসছে তিন ট্রাক করে। যার কারণে পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে।

খুলনার সোনাডাঙ্গা আবাসিকের বাসিন্দা সামিনা রহমান একজন স্কুল শিক্ষিকা। রবিবার বড় বাজার এসেছিলেন পেঁয়াজ কিনতে। দাম আবার বেড়ে যাওয়ায় এ প্রতিবেদকের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!