ডুমুরিয়া জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাক প্রতিবন্ধী শিশুর উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫মে) সকালে মো. আব্দুল্লাহ ফকির ও তার পুত্র মো. রায়সুল ফকির পুনরায় লোকজন নিয়ে মো. রেজাউল করিম এর বাড়ীতে হাজির হয়। এ সময় তাদের হাতে থাকা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তারা বাড়ী ঘর ভাংচুর করে। তাদের বাঁধা দিতে গেলে মো. রেজাউল করিম এর কন্যা বাকপ্রতিবন্ধী শিশু মাছুরা খাতুন (১৭) ও স্ত্রী ফরিদা বেগম (৪৪) কে মারধর করে সন্ত্রাসীরা।
বর্তমানে শিশু মাছুরা খাতুন ডুমুরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পিতা মো. রেজাউল করিম।
লিখিত অভিযোগ থেকে জানাযায়, ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম। তার প্রতিবেশী মো. আব্দুল্লাহ ফকির এর সাথে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। এই ঘটনায় আগেও হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ডুমুরিয়া থানায় পূর্বে মামলা করেছেন মো. রেজাউল করিম এর শ্বশুর আনছার আলী ফকির।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। আমাদের এস আই বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করবেন।