খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে
  চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২
  নিরবচ্ছিন্নভাবে চলছে সব তৈরি পোশাক কারখানা, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা; শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতিতে সভাপতি লিমন ও সম্পাদক নাজমুল

 নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক আয়োজনে রূপসা উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হাফেজ মাওলানা আরাফাত হোসেন লিমন আনারস প্রতীক নিয়ে সভাপতি ও নাজমুল হোসাইন কাপ-প্রিস প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি হাসানাত (মোবাইল), আলম খান (দোয়াত কলম), সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ (ব্যাট বল), সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (টেলিফোন), কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান (টিউবওয়েল), প্রচার সম্পাদক মোঃ হাসান হাওলাদার (মোটর সাইকেল) ও মোঃ জব্বার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সদস্য নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক ।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুন আর রশিদ, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন, রূপসা মহিলা কলেজের প্রভাষক মোঃ অহিদুজ্জামান, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রদীপ পাল, চর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির শেখ। নির্বাচন কাজে সহযোগিতায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন রূপসা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!