খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

পূর্ণাঙ্গতা পাচ্ছে খুবির কেন্দ্রীয় শহিদ মিনার

নিজস্ব প্রতি‌বেদক

১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহিদদের স্মৃতিকে অমর করে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এই চেতনা জাগরুক রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহিদ মিনার। ইতোমধ্যে এর ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে এর পূর্ণাঙ্গরূপ দিতে শিগ‌গিরই অবশিষ্ট কাজ শুরু হচ্ছে। কয়েকদিনের মধ্যেই শহিদ মিনারের পিছনের অংশের মাটি ভরাট কাজ শুরু হবে এবং পরবর্তীতে ল্যান্ডস্কেপিং অনুযায়ী বাকি অংশের কাজও সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারসহ দেশের অন্যান্য স্থানের শহিদ মিনারের যে আদল রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা তা থেকে অনেকটা ব্যতিক্রমী। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মূল নকশা অনুযায়ী এই শহিদ মিনারটির পরিপূর্ণভাবে কাজ সম্পাদনে সংশ্লিষ্ট বিভাগকে দিক নির্দেশনা দিয়েছেন। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গরূপ পরিগ্রহ করবে।

শহিদ মিনারটির দৈর্ঘ্য ৩৮ ফুট ও প্রস্থ ৩৫ ফুট। ভূমি থেকে ৩২ ফুট উচ্চতার মিনার বিশিষ্ট এই শহিদ মিনারের বেদীর দিকে মুখ করা আছে মাতৃভাষার জন্য এদেশের শহিদ সন্তানদের উৎসর্গীকৃত রক্তের আখরে লেখা মুক্তির মাধ্যম কলম। যদিও নকশাটি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে পাওয়া বর্ণনামতে, কলমের নিবের মাথায় চৌকনিক একটি ফোটা (ড্রপ) যুক্ত হয়েছে। যা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও বেদনার অশ্রুবিন্দু এবং একই সাথে জ্ঞান সৃজনের অন্তর্নিহিত শক্তি প্রতিভাত হয়েছে। কলমটি একটি খোলা চোখের গোলাকার আকৃতির মধ্য দিয়ে প্রবেশ করেছে। স্থাপত্য ডিজাইনে এই কলমে চির জয়ের ছবি, ভাষ্য ও ভবিষ্যৎ দৃষ্টি প্রতিফলিত হয়েছে।

শহিদ মিনারে ল্যান্ডস্কেপিংয়ে কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে তিনটি চাতালে পর্যায়ক্রমে ওঠার জন্য ৮টি ধাপ রয়েছে। যাতে আমাদের ভাষা আন্দোলনের পর্যায়ক্রমিক চিত্র তুলে ধরা হয়েছে। অনেকটা ত্রিকোন আকৃতির শহিদ মিনারের নিচের অংশে আরও বেশ কিছু শৈলী অন্তর্ভুক্ত রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহিদ মিনারের ডিজাইন নির্বাচনে ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি উন্মুক্ত নকশা প্রতিযোগিতার আহ্বান করা হয়। সেখানে মোট ১৭টি নকশা জমা পড়ে। জীববিজ্ঞান স্কুলের তৎকালীন ডিন প্রফেসর ড. মো. আব্দুর রহমানের নেতৃত্বাধীন ৯ সদস্যের নির্বাচন কমিটি স্থাপত্য ডিসিপ্লিনের ৯৫ ব্যাচের ৪ শিক্ষার্থী যথাক্রমে মিজানুর রহমান, তপন কুমার ধর, মুহাইমিন শাহরিয়ার, আহসান হাবিব প্রদত্ত স্থাপত্য ডিজাইনটি সংশ্লিষ্ট নির্বাচন কমিটি প্রথম হিসেবে নির্বাচন করে। এর জন্য তৎকালীন ১০ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়। স্থাপত্য ডিজাইনের পর স্ট্রাকচারাল ডিজাইন করে কনসালটেন্ট ফার্ম শহীদুল্লাহ এসোসিয়েটস্ লিঃ।

১৯৯৬ সালের ১৬ ডিসেম্বর এই শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ গোলাম আলী ফকির। ১৯৯৭ সালের ১৮ জুন তিনি এই শহিদ মিনার স্থাপন সংক্রান্ত প্রস্তাবের প্রশাসনিক অনুমোদন দেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর শহিদ মিনারের নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম। প্রথম পর্যায়ের কাজ সম্পাদন শেষে ২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি এ শহিদ মিনারের উদ্বোধন করেন। ২০০১ সালের ২১ শে ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এখানে শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পাদন শেষে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর শহিদ মিনারের উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহ্য স্থাপনার মধ্যে এটি অন্যতম।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!