খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার কাছে মহানগরীর ১৩৮টি পূজামন্ডপের তালিকা প্রদান করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার নেতৃবৃন্দ। শনিবার (০৩ অক্টোবর) ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়ের পর এ তালিকা প্রদান করা হয়।
আগামীতে খুলনা মেট্রোপলিটন এলাকায় পুলিশ বাহিনী সকল প্রকার অপরাধ কঠোরহস্তে দমনসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন কেএমপি কমিশনার। পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দও আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পূজার পূর্বে কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেট, শপিং মলসহ সড়কে নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ জানান। এছাড়া দুর্গাপূজার আগে প্রতিটি মন্দিরে প্রতিমা নির্মাণকালীন পুলিশের মোবাইল টিম তদারকিসহ প্রতিটি মন্ডপে সঠিক নিরাপত্তা বিধানসহ বিসর্জন ঘাটেও নিরাপত্তা প্রদানের অনুরোধ জানান।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্যপরিষদ নগর শাখার সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার ও উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ। মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু প্রেরিত ই-মেইল বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
এরআগে, কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের কাছে মহানগরীর পূজামন্ডপের তালিকা প্রদান করেন নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এআইএন