বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় প্রথম সেশনে ভারতকে চাপে রাখে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। চেতেশ্বর পূজারা আর শ্রেয়াস আইয়ারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চা-বিরতিতে যায় ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান। পূজারা ৭৮ ও আইয়ার ৬৭ রানে অপরাজিত আছেন।
টসে হেরে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে তাইজুলের শিকার হন শুভমন গিল। গিলের বিদায়ের পর রাহুলকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান পেসার খালেদ। এরপর ভারতের মূল তারকা ব্যাটার কোহলিকে মাত্র ১ রানে আউট করেন তাইজুল। আর এতেই প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গিয়েছিল ভারত। লাঞ্চ বিরতির পর দলীয় ১১২ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় তারা। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৪৫ বলে ৪৬ রান করা পান্তকে প্যাভিলিয়নে ফেরান মিরাজ। এরপরই দলের হাল ধরেন পূজারা ও আইয়ার।
খুলনা গেজেট/ এমএম