অ্যাডেয়ারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন। তবে একটু আগে ব্যাট চালিয়ে দিয়েছিলেন। বল হেলমেটে লেগে ব্যাটের পেছনে লেগে যায় উইকেটে। লিটন ঘুরে বল উইকেট থেকে সরানোর আগেই কাজ হয়ে যায়। দুর্দান্ত খেলতে থাকা লিটন দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন ২৩ রানে। আউট হওয়ার ২ বল আগেও বোলারের মাথার উপর দিয়ে দারুণ একটি চার হাঁকান। তার ছোট ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ১টি ছয়ে। ৩২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক শিবির। ক্রিজে তামিমের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। সফরকারী দলের দেয়া ১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ১১১ রান প্রয়োজন টাইগারদের।
২৯২ রানে অলআউট আয়ারল্যান্ড
একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান তোলে আয়ারল্যান্ড। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে দলীয় সংগ্রহে মাত্র ৬ রান যোগ করে অলআউট হয় আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ২৯২ রান তোলা আয়ারল্যান্ড টাইগারদের ১৩৮ রানের টার্গেট দিয়েছে।
প্রথম আঘাত ইবাদতের
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে আয়ারল্যান্ড। দিনের শুরুতেই অ্যান্ডি ম্যাকব্রায়ানকে ফেরালেন টাইগার পেসার ইবাদত হোসেন।
১১১.২ ওভারে বোল্ড হওয়ার আগে ১৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রান করেন ম্যাকব্রায়ান। ৯ উইকেট হারিয়ে ২৯০ রান আইরিশদের। লিড নিয়েছে ১৩৫ রানের।
খুলনা গেজেট/এনএম