নড়াইলে পুলিশ কর্তৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নড়াইল সাংবাদিক সমাজের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর বুধবার ‘নড়াইলে পুলিশের হয়রানি প্রতিবাদে ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা’ এই শিরোনামে একটি সংবাদ স্থানীয় অনলাইন নড়াইল নিউজ ২৪.কম এ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বুধবার রাত সাড়ে ৯ টার পর সদর থানার ওসি অপারেশন তুষার কুমার মন্ডল প্রথমে ফোন করে সাংবাদিককে থানায় যেতে বলেন। পরে সদর থানার ওসি শওকত কবিরের সাথে কথা হয়। কি কারণে পুলিশ অফিসে যেতে হবে জানার জন্য পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আপনাকে তো ধরতে লোক পাঠিয়েছি। আপনার ‘এতবড় সাহস হল কি করে, পুলিশের বিরুদ্ধে নিউজ করেন’। এখনই আমার সাথে এসে দেখা করেন, প্রয়োজনে আপনার সভাপতি-সম্পাদককে সাথে নিয়ে আসেন। তাৎক্ষনিক নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু এবং সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ অন্যান্যদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু এ বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে কথা বললে তিনি (এসপি) বলেন, আমি তো আপনাকে আসতে বলিনি। প্রেসক্লাবের সভাপতি এসময় বলেন, আমরা বৃহস্পতিবার সকালে আপনার অফিসে দেখা করবো। জবাবে পুলিশ সুপার বলেন, না এখনই আসতে হবে ওকে (শরিফুল ইসলাম বাবলু)।
পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসি এবং ডিবির ওসি’র নেতৃত্বে পুলিশের দু’টি গাড়ি রাত ১২ টার দিকে ইজিবাইক সমিতির সভাপতি মাছুম জমাদ্দারকে সাথে নিয়ে নড়াইল প্রেসক্লাবের সদস্য দেশ টেলিভিশন এর নড়াইল জেলা প্রতিনিধি এবং নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম বাবলুর বাড়িতে তাঁকে তুলে আনার জন্য অভিযান চালায়। সাংবাদিক শরিফুল ইসলাম বাবলু বাসায় না থাকায় পুলিশ বাসার পাশে প্রায় ১৫-২০ মিনিট অবস্থান করে চলে যায়।
এই ঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম টিটো, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পুলিশের এহেন আচরন কোন সভ্য সমাজে কাম্য নয়। এখন থেকে পুলিশের সকল সংবাদ বয়কট করার আহ্বান জানানো হয়। এছাড়া আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) লোহাগড়ায় এবং রোববার (২৬ সেপ্টেম্বর) কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
খুলনা গেজেট/ এস আই