পুলিশের হাতে কোনো ধরনের ‘মারণাস্ত্র’ না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১২ মে) আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত বছরের জুলাই অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে অনেকে নিহত হওয়ার পর পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখা নিয়ে দাবি ওঠে।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মারণাস্ত্র শুধু থাকবে এপিবিএনের হাতে। পুলিশের অভিযানে যেতে মারণাস্ত্রের প্রয়োজন নেই”।
তবে কবে নাগাদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পুলিশের হাতে কোন কোন ধরনের অস্ত্র রাখা যাবে, কীভাবে কাজ করবে সেসব বিষয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে র্যাব পুর্নগঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “আমাদের আলোচনা হয়েছে র্যাব পুর্নগঠনের ব্যাপারে। র্যাব পুর্নগঠন কীভাবে হবে এই ড্রেস থাকবে নাকি কীভাবে থাকবে, কীভাবে অর্গানাইজ হবে এ জন্য একটা কমিটি করে দেয়া হয়েছে”।
“র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি-না, এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে”, যোগ করেন তিনি।
খুলনা গেজেট/এএজে/এমএম