খুলনার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গত ১ এপ্রিল পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৫১ নেতাকর্মী ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন চেয়ে তাদের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ জামিন দেন। আদালতে বিএনপির নেতাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী, বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী ও ব্যারিষ্টার দেবাশিষ মামলার শুনানী করেন।
উল্লেখ্য, শনিবার (১ এপ্রিল) বিকেলে মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কিন্তু খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে খুলনা বিএনপির ৫৯ জনের নাম উল্লেখ করে ৮শ’ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। মামলার ৪০ নং আসামী খুলনা জেলা কারাগারে বন্দি থাকলেও তাকে আসামী করা হয়।
ঘটনার দিন গ্রেফতারকৃত ৭ জনের যথাক্রমে ইশারাত ইসলাম, শেখ কামাল উদ্দিন, মোঃ জালাল হোসেন, মোঃ রাজু শেখ, আব্দুল হাই রুমি, দেলোয়ার হোসেন জসিম ও মিজানুর রহমানের জামিন বৃহস্পতিবার খুলনা আদালত মঞ্জুর করেছেন।
খুলনা গেজেট/কেডি