পুলিশের গুলিতে জখম ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেলেন। ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই রবিবার সন্ধ্যায় ওই মন্ত্রীর মৃত্যু হয়।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে ঘটনাটি ঘটে। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে লক্ষ্যে করে এক পুলিশ কর্তা গুলি ছোড়েন বলে অভিযোগ। পর পর দু’বার গুলি করা হয় স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরের বুকে। গুলি লাগার পরেই গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
প্রায় সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নবকিশোরকে। সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে রবিবার সন্ধ্যায় জানানো হয়েছে, ‘‘অত্যন্ত দ্রুত তাঁকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁর ক্ষতস্থানে জরুরি চিকিৎসার পাশাপাশি তাঁকে আপৎকালীন আইসিইউ পরিষেবাও দেওয়া হয়েছি। কিন্তু কোনও চেষ্টাই শেষপর্যন্ত কাজে লাগেনি।’’
হাসপাতাল সূত্রে খবর, বুকে গুলি লাগায় জখম হয়েছিল মন্ত্রীর হৃদযন্ত্র। তবু কৃত্রিম ভাবে সেটি চালানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় মন্ত্রীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে খবর সন্ধ্যায় মারা যান ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী।- খবর আনন্দবাজার অনলাইন
খুলনা গেজেট/কেডি