খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

পুন্য পরশে হৃদয় করুক ঝলমল

আবদুস সালাম খান পাঠান

হৃদয় মাঝে তোমারই পুন্য-পরশ চাই,- হে প্রিয় নবীজি (সা:)।
যে পথে আমার চিরকল্যান, চিরশান্তি।- হে প্রভু,
দয়াময়, সেই পথ দেখাও আমায়, সকল ভুলের তওবায়।
চির জনম ভরি থাকতে যেন পারি, ন্যায় ও সত্যের পথে, সকল সহায়
কুরআনী জ্ঞানের আলোক জ্যোতির ব্যাপ্তিতে,
দুনিয়ায় সকল কর্মে, যেনো পারি সদা, এগিয়ে যেতে,
– দাও প্রভু, আমার হাতে জ্ঞানের মশাল, দূর করো কুয়াশা,
অমানিশার অন্ধকার। খুলে দাও, বন্ধ দুয়ার। দাও –
প্রভু জ্ঞানের শক্তি, বেশুমার, এ হৃদয় মাজার।
হৃদয় মাঝে নবীজির(সা:) পুন্য-পরশে শ্রদ্ধা ও ভালোবাসা বন্ধনে
অন্তর করি উজাড়, দুরূদ ও সালাম জানাই তাঁরই শানে
বারবার, সকল বাসনা উজ্জ্বল, ত্যাগে জীবন অবিচল।
নিয়ত সালাতে, সিজদায় প্রাণের অনুরাগে আরাধনায়, থাকি তন্ময়,
প্রাণভরে চাই, বেহেশত, সুখদ কানন, গাঢ় সবুজ
বৃক্ষছায়া, শুভ্র সুপ্রভাত, সেই অন্তিমকাল আখিরাত।
চাই ওপারের সকল সুখ, নবীজির(সা:) সাফায়াত।
সালাতের মুনাজাতে প্রভু তোমারই স্মরণে দু’চোখে ঝরে সদা
অশ্রুজল। সকল ভুলের চাই ক্ষমা, চাই বুকের বল,
দৃঢ় শক্তি, মনোবল। প্রভুর ধ্যানেতে, পরপারের সুখ চাহিতে
ঊষার কিরণে, সূর্যের হাসিতে, আকাশের ছায়া নির্মল,
তারকাবৃন্দ রাত্রির জ্যোৎস্নায়, করুক সদা ঝলমল।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!