খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

পুন:নিরীক্ষায় যশোর বোর্ডে ১৪ জনের জিপিএ-৫, ফেল থেকে পাস ২১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ পরীক্ষার্থী। আর অকৃতকার্য থেকে পাস করেছেন ২১ জন। রোববার (১৩ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুন:নিরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এবার এইচএসসি পরীক্ষার খাতা পুন:নিরীক্ষণের জন্য যশোর বোর্ডে ৪ হাজার ৫৬৩ পরীক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ৪৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

নতুন করে এ-গ্রেড থেকে ৯ জন জিপিএ-৫, এ-মাইনাস থেকে আরো ৫ জন জিপিএ-৫ ও ৪ জন এ-গ্রেড, বি-গ্রেড থেকে ৪ জন এ-মাইনাস, সি-গ্রেড থেকে ১ জন বি-গ্রেড, অকৃতকার্য থেকে ৫ জন এ-মাইনাস, ১৪ জন বি-গ্রেড ও ২ জন সি-গ্রেড পেয়েছেন।

তিনি বলেন, করোনার কারণে গত দেড় বছর সরাসরি ক্লাস না হওয়ায় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরীক্ষা শেষের ৪৪ দিন পর গত ১৩ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে যশোর বোর্ডে সর্বোচ্চ ৯৮ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৮৭৮ জন। এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

এরপরও কাঙ্খিত ফলাফল না পেয়ে পরীক্ষার্থীরা গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাবোর্ডে ফলাফল পুন:নিরীক্ষার আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে পুন:নিরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!