খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

পুঁজিবাজারের লেনদেনে সূচকের নিম্নমুখী প্রবণতা

গেজেট ডেস্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান দেখা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬১০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৩৮২ ও ১৪৪৪ পয়েন্টে।

দিনের এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৫৯টি কোম্পানির এবং দর কমেছে ১৭৮টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ পয়েন্ট। একই সময়ে সূচকটি ১৯ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!