খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিসি কলেজ : ছাত্র সংসদ বাতিলের পর কার্যালয় সিলগালা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্র সংসদের ‘কার্যকারিতা বাতিল’ ঘোষণার পর সংসদ কাযালয়ে তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার(২৪ জানুয়ারি) কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম একদশক আগে মেয়াদ উত্তীর্ণ ওই ছাত্র সংসদ ‘গঠনতন্ত্রের ধারা-১৩ অনুযায়ী’ বাতিল করে। পরদিন বুধবার(২৪ জানুয়ারি) কর্তৃপক্ষ সংসদ কার্যালয় হিসেবে ব্যবহৃত কলেজের চারতলা একাডেমিক ভবনের নিচতলার কক্ষটি তালা দিয়ে সিলগালা করেছে।

কলেজ সূত্রে জানাযায়, ২০১২ সালে এক বছর মেয়াদী এই ছাত্র সংসদ গঠিত হয়। যার ভিপি হন পিসি কলেজ ছাত্রলীগের সভাপতি সরদার ইয়াছির আরাফাত নোমান। তবে মেয়াদ শেষের পরও এক দশকের বেশি সময় ধরে কলেজের সংসদ কক্ষ দখলে রাখার পাশাপশি কলেজে নানাভাবে প্রভাব বিস্তারসহ সাভবিক শিক্ষা কার্যক্রম ব্যবহত করে আসছিল। মূলত ভিপির অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফলে এই সংসদ ভেঙে দেওয়া হয়েছে।

সরকারী পিসি কলেজ ছাত্র সংসদ গঠনতন্ত্রের ধারা-১৩ অনুযায়ী, সংসদের মেয়াদকাল সাধারণত এক বছর। এই মেয়াদকাল সংসদের শপথ গ্রহণের দিন থেকে ধরা হবে। এক বছর অতিবাহিত হওয়ার পর সংসদের সকল নির্বাচিত পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন বোধের সভাপতি এর মেয়াদ এক বা একাধিক বারে অনধিক সর্বোচ্চ এক বছর বাড়িয়ে দিতে পারবেন অথবা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

তবে সংসদের মেয়াদ শুরুর পর থেকে এখন পর্যন্ত কখনো এর মেয়াদ না বাড়ালেও এক দশকের বেশি সময় ধরে কলেজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল বর্তমান কলেজ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বাধীন এই সংসদ।

অধ্যক্ষ জিয়াউল ইসলাম বলেন, আমরা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র সংসদ কার্যক্রম বাতিল করেছি। যেহেতু সংসদ কার্যক্রম বাতিল করা হয়েছে, সেহেতু সংসদ কক্ষটা পরবর্তি সংসদ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই মর্মে ঘোষনা দিয়ে সিলগালা করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!