খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

পিসিবির চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা!

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) আসতে যাচ্ছে রদবদল। পিসিবির চেয়ারম্যান পদ থেকে এহসান মানিকে অপসারণের পরে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন রমিজ রাজা। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক রমিজ অবসরের পরে ধারাভাষ্যে গড়েছেন ক্যারিয়ার। ধারাভাষ্যকার হিসেবেই এখন ক্রিকেট বিশ্বে সুপরিচিত তিনি। বিভিন্ন সময়ে বর্তমান দলের খেলোয়াড় ও পিসিবিরও সমালোচনা করতে দেখা যায় তাকে। তবে এই সাবেক ক্রিকেটার নিজেই এবার পিসিবির চেয়ারম্যান হতে যাচ্ছেন বলে সংবাদ ছড়িয়েছে। তথ্যটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান নিজেই পিসিবির প্যাট্রন-ইন-চিফ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মানির পরে চেয়ারম্যানের দায়িত্ব তুলে হবে রমিজের হাতে। আগামী মাসেই মানির মেয়াদ শেষ হবে।

এই সম্পর্কে পিসিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ইমরান খান পিসিবির গর্ভনিং বডির কাছে দুইজনের নাম পাঠাবেন এবং সেখান থেকেই নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান করা হবে একজনকে। তবে প্রধানমন্ত্রীর পছন্দ ও অভিজ্ঞতার বিচারে সেখানে রমিজই এগিয়ে আছেন।

পিসিবির সূত্র বলেন, ‘রমিজ রাজা একজন শিক্ষিত, ভদ্র ভাষী এবং দীর্ঘ ধারাভাষ্যকার ক্যারিয়ারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে তার অনেক জানাশোনা আছে। এসব বিবেচনায় রমিজই এই পদের যোগ্য প্রার্থী। তিনি আগেও পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন এবং অন্য কাজের প্রতিশ্রুতির জন্য নিজেই তখন সরে দাঁড়িয়েছিলেন।’

জানা গেছে, মেয়াদ শেষে আর চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করবেন না মানি। কারণ হিসেবে দেখিয়েছেন শারীরিক অসুস্থতাকে।

উল্লেখ্য, পিসিবি ইতোমধ্যেই নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারক আজমত শেখকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!