পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক শিক্ষককে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত সব তাদের ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম বানীয়ারী এলাকার দীপঙ্কর রায়, খোকন শেখ ও নূরুল ইসলাম শেখ। এছাড়া আদালত আরও চার আসামিকে খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।
২০১৭ সালের উপজেলার পশ্চিম বানীয়ারী এলাকার শিক্ষক সমীরণ মজুমদার হত্যাকাণ্ডের ঘটনায় আদালত এই রায় দেয়। সমীরণ বানীয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মামলার নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টায় ঘরে সিঁদ কেটে ঢুকে সমীরণকে কুপিয়ে আহত করা হয়। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। চিৎকার শুনে লোকজন গিয়ে তাদের হাসপাতালে নেওয়ার পথে সমীরণ মারা যায়। পরে তার স্ত্রী নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বাদীপক্ষের আইজনজীবী আইনজীবী খান মো. আলাউদ্দিন বলেন, আদালত ২৩ জনের সাক্ষ্য নিয়ে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে।
খুলনা গেজেট/কেএম