কয়েক দিন ধরেই খবর ছিল গতকাল, ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসে পৌঁছবেন সাকিব আল হাসান। আগের দিন খবর পাওয়া গেল, আসার তারিখ পিছিয়েছেন এই অলরাউন্ডার। আবার গতকালই দুপুরে খবর ছড়িয়ে পড়ল, তিনি আসলে চলে এসেছেন। তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ বা কাল ঢাকায় আসবেন এই সাবেক জাতীয় অধিনায়ক।
আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিবের। সে সময় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট চলবে। বিসিবি আশা করছে, দ্বিতীয় টেস্টেই তারা দলে পাবে এ অলরাউন্ডারকে। সে মতোই দেশে ফিরে একক অনুশীলন শুরু করতে যাচ্ছেন সাকিব। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিকেএসপিতে দুই কোচের অধীনে একক অনুশীলন শুরু করার কথা সাকিবের। বাংলাদেশ দলের সঙ্গে নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কায় যেতে পারবেন না সাকিব। তবে অক্টোবরের মাঝামাঝি নিজস্ব ব্যবস্থাপনায় তিনি শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলন করবেন। আর এই সবকিছুর শুরু হওয়ার কথা তার দেশে ফেরার ভেতর দিয়ে। সেই ফেরার কথা গতকাল থাকলেও সূত্রের খবর, আজ বা কাল দেশে ফিরবেন যুক্তরাষ্ট্রে ছুটি কাটানো সাকিব।
খুলনা গেজেট/এএমআর